Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭: 82আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষে সরকার সারাদেশে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করবে।
রবিবার সংসদে সরকারি দলের সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের এক প্রশ্নের জবাবে আরো বলেন, সহায়ক কর্মচারীসহ এসব নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। এ সংক্রান্ত প্রস্তাবটি প্রধানমন্ত্রীর সম্মতির জন্য তার কার্যালয়ে পাঠানো হয়েছে।
আনিসুল হক বলেন, সারাদেশে ১১২টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ২১৪টি সহকারী জজ আদালত, ৩৪৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক পদ এবং ১৯টি পরিবেশ আদালত ও ৬টি পরিবেশ আপিল আদালত স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। আদালত এবং সহায়ক পদগুলো সৃজিত হলে মামলা নিষ্পত্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
তিনি বলেন, বর্তমান সরকারের বিগত ৭ বছরে (২০১৫ সাল পর্যন্ত) সকল জেলা ও দায়রা জজ আদালত এবং সমপর্যায়ের ট্রাইব্যুনালে নিষ্পত্তিকৃত মোট দেওয়ানি মামলার সংখ্যা ১২ লাখ ১৮ হাজার ৩৬৩টি এবং ফৌজদারী মামলার সংখ্যা ১৩ লাখ ১১ হাজার ১৮৭টি। এছাড়া সকল সিএমএম/সিজেএম আদালতে মোট ৪৮ লাখ ১২ হাজার ২৭৪টি মামলা নিষ্পত্তি হয়েছে।

আইনমন্ত্রী বলেন, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সকল আদালতে বিচারকগণ ১৩ লাখ ৩৩ হাজার ৩১৭টি মামলা নিষ্পত্তি করেছেন, যা বর্তমান সরকারের আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত পদক্ষেপের একটি উল্লেখযোগ্য সাফল্য।
জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সারাদেশের জেলা জজ আদালতগুলোর ঊর্ধ্বমুখী সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।