খােলা বাজার২৪, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের ‘জরুরি’ যৌথসভা বসছে সোমবার।
নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে নামের প্রস্তাব দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগের দিন ক্ষমতাসীন দলের এই যৌথসভা ডাকা হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত সাড়ে ৮টায় গণভবনে কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এই যৌথসভা হবে।
যে ৩১টি দল রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠন বিষয়ে সংলাপে অংশ নিয়েছে, তাদের মঙ্গলবার বেলা ১১টার মধ্েয পাঁচটি করে নাম প্রস্তাব করতে বলেছে সার্চ কমিটি। শনিবার সার্চ কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ গত বুধবার ছয় সদস্েযর এই সার্চ কমিটি গঠন করে ১০ কার্যদিবসের মধ্েয নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের দায়িত্ব দেন।
তাদের সুপারিশ থেকেই অনধিক পাঁচ সদস্েযর ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এই সার্চ কমিটির অপর সদস্যরা হলেন হাই কোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।
সার্চ কমিটির সদস্যরা সোমবার বিকালে ১২ জন বিশিষ্ট নাগরিকের মতামত নেবেন।
হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এসএমএ ফায়েজ, আইনজীবী সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষক তোফায়েল আহমদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নির্বাহী বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও সাবেক পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) নুরুল হুদাকে এ বৈঠকে আমন্তণ জানানো হয়েছে।