খােলা বাজার২৪, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭: পাবনা আটঘরিয়া থানার পুলিশের ২ উপ-পরিদর্শকে গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামী শাকিল ও সুজাকে গ্রেফতার করেছে র্যাব। রোববার নাটোরের বড়াইগ্রাম ও ঢাকার মোহাম্মদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে পাবনা র্যাব ১২ সিপিসি ২ ক্যাম্পে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
র্যাব ১২ এর সিও এডিশনাল ডিআইজি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম জানান, শাকিল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছিল। গত ২৯ জানুয়ারী শাকিল, সুজাসহ ৫ জনের একটি দল গাছপাড়া এলাকায় আমিরুল নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা করে। এ সময় আমিরুলের দোকানে থাকা দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে পালানোর সময় আটঘরিয়ার ডেঙ্গার গ্রাম এলাকায় পুলিশ তাদের বহনকারী প্রাইভেট কারটিকে থামানোর চেষ্টা করলে তারা আটঘরিয়া থানার এসআই মনিরুল করিম খান ও তোফাজ্জল হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া প্রাইভেট কার থেকে পুলিশ তিনটি রিভালবার, একটি পিস্তল, একটি শাটারগান ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এ ঘটনায় আটঘরিয়া থানায় দায়েরকৃত পুলিশ হত্যা চেষ্টা ও অস্ত্র মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত শাকিল পাবনার ঈশ^রদী উপজেলার মুলাডুলির আব্দুল লতিফের ছেলে এবং সুজা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কোমরপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
মামলার অপর এক আসামী শরিফ ড্রাইভার গতকাল রোববার ভোরে আটঘরিয়ার দেবোত্তরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। সিও আরো জানান, এ ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করা হবে।