খােলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তায় বাসের ধাক্কায় রবিউল (৪০) নামের একজন নিহত হয়েছে । এছাড়া ইসমাইল (১৮) ও জাফর (৩০) নামের দুইজন পথচারি আহত হয়েছেন ।
সোমবার রাত ১০টার দিকে এ দূঘটনা ঘটে। আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার পর পুলিশ ঘাতক বাস ও এর চালককে আটক করেছে ।
হাসপাতালে রুহুল আমিন নামের একজন পথচারি জানান, ওই বাসটি খুব দ্রুত এস তাদের পেছন থেকে ধাক্কা তারা গুরুতর আহত হয় । পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেয়ে রাত সাড়ে ১০টার দিতে চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রাশেদুজ্জামান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বলাকা নামক ঘাতক বাস ও তার চালক আবদুস সামাদকে আটক করা হয়েছে ।