খােলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭: নির্বাচন কমিশন গঠনে নির্দলীয়, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ৫ জন ব্যক্তির নাম দেবে বিএনপি। আজ এ নামের তালিকা সার্চ কমিটির কাছে দিতে বিএনপির একটি প্রতিনিধি দল যাবে বলে মির্জা ফখরুল ইসলাম জানায়।
গতকাল সোমবার চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোট নেতাদের নামের তালিকা নিয়ে ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে অনুষ্ঠানিক বৈঠক করে এ সিদ্ধান্ত নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এর আগে রাত ৯ টা ৪০ মিনিটে বেগম জিয়া গুলশান রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন। পরে মির্জা আলমগীর ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের সিনিয়র নেতারা জোটের নামগুলো নিয়ে প্রায় ২ ঘন্টা ব্যাপী অনুষ্ঠানিক বৈঠক করেন দলটির চেয়ারপারসনের সঙ্গে। সেখানে খালেদা জিয়া বিএনপির পক্ষে ৫ জনের নাম চূড়ান্ত করেন বলে সূত্রে জানা গেছে।
এর আগে সার্চ কমিটি গঠনে বিএনপি নেতৃত্বাধীন ২০ জোটের যে ৬ টি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি বৈঠক করেছেন, সেইগুলো রাজনৈতিক দলের চেয়ারম্যানদের সঙ্গে পৃথক পৃথকভাবে অনুষ্ঠানিক বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর। এসময় জোট নেতারা নির্বাচন কমিশন গঠনে দলের পক্ষ থেকে নাম প্রস্তাব করেছেন বলে সূত্রে জানা গেছে।
গত ‘রোববার’ রাতে নাম দেওয়া না দেওয়া বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছিলেন খালেদা জিয়া। প্রায় সোয়া ১ ঘন্টা ব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে রাত পৌনে ১১ টায় বৈঠক মুলতবী ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় মির্জা ফখরুল সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের কথা বলেও তা হয়নি।
এদিকে সোমবার বিকাল ৩ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিবদের নিয়ে বৈঠক করেছেন ফখরুল।
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ৫ জনের নামের তালিকা চেয়েছে অনুসন্ধান কমিটি। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশন গঠনে বিএনপি সার্চ কমিটিকে নিজেদের নামের তালিকা দেবে কী না, এ বিষয় চূড়ান্ত করতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণিসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন গঠনে জাতীয় গণতান্ত্রিক পার্টি ৩ জন ও ন্যাপ ২ জনের নাম প্রস্তাব করেছে।
জাগপা’র পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক দিলারা জামান, সাবেক মন্ত্রী পরিষদের সচিব আলী ইমাম এবং সাবেক সচিব ডা. শাহাদৎ হোসাইন। ন্যাপের পক্ষে সাবেক সচিব মোফাজ্জল করিম ও ডা. শাহাদৎ হোসাইন।