Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6kখােলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭: কুইবেক শহরে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলির ঘটনায় ছয়জন নিহত এবং আটজন আহত হওয়ার ঘটনাকে ‘মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ‘কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টার’ নামক মসজিদে হামলার পর দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।
বিবৃতিতে ট্রুডো বলেন, ইবাদত এবং আশ্রয়ের এ কেন্দ্রটিতে মুসলমানদের ওপর এই সন্ত্রাসী হামলা চালানোর নিন্দা জানাই।
কানাডীয় মুসলমানরা আমাদের জাতি গঠনের গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমাদের সমাজ, শহর ও দেশে এই নির্বোধ কর্মকাণ্ডের কোনো জায়গা নেই।
হামলার পর তাৎক্ষণিকভাবে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়ানগুই বলেছিলেন, মসজিদে নামাজ পড়ার সময় মুসল্লিদের ওপর বন্দুকধারীরা গুলি চালালে পাঁচজন নিহত হয়। আর একজন প্রত্যক্ষদর্শী জানায়, মসজিদটিতে থাকা প্রায় ৪০ জন মুসল্লির ওপর তিনজন বন্দুকধারী গুলি চালায়। তবে পুলিশের দাবি, দুজন ব্যক্তি হামলায় জড়িত।
কুইবেক প্রাদেশিক পুলিশের মুখপাত্র ক্রিশ্টিন কাউলোম্বে বলেন, ছয়জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বয়স প্রায় ৩৫ থেকে ৭০ বছর। এ ছাড়া আটজন আহত হলেও ৩৯ জন মুসল্লি অক্ষত ছিলেন।
মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ জানান, হামলার সময় মসজিদের ভেতরে ছিলেন না। মাগরিব নামাজ পড়তে আসা মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে ফোন করলে তিনি ঘটনা জানতে পারেন।
মসজিদে হামলাকে বর্বরতা আখ্যা দিয়ে এখানে কেন এমনটি ঘটলো জানতে মোহাম্মদ।