Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭: 36জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ১২ হাজার ৫৫০ কোটি ৭৮ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয় সম্বলিত ৮টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে । আাজ ঢাকায় শেরেবাংলা নগরে
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয় ।একনেক
সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ, সচিব ও সিনিয়র সচিববৃন্দ এবং মন্ত্রিপরিষদ সচিব বৈঠকে উপস্থিত ছিলেন ।সভার শুরুতে পরিকল্পনা মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল সৌদি গেজেট পত্রিকার উদ্ধুতি দিয়ে জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি সফরের পর উপসাগরীয় দেশ গুলো বাংলাদেশে বিনিয়োগে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে- বাংলাদেশ সম্পর্কে তাদের ধ্যানধারণার ব্যাপক পরিবর্তনের হাওয়া লেগেছে ।
পরিকল্পনা মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল একনেক সভা শেষে সভার বিস্তারিত সাংবাদিকদের জানান । তিনি বলেন দেশের তৃনমূল জনগোষ্ঠীর দোর-গোড়ায় প্রশাসন পৌছে দেয়ার পাশাপাশি -তাদের ক্ষমতায়নের উদ্যোগ নেয়া হচ্ছে । প্রধানমন্ত্রী সড়ক যোগাযোগ ব্যবস্থার অধিকতর উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন এবং সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রকল্প এলাকায় সাইনবো্র্ড টানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন । পরিকল্পনা মন্ত্রী জানান ,চর এলাকায় ভূমিহীনদের জমি বরাদ্দের ক্ষেত্রে,বসতবাড়ী এবং চাষাবাদের জমির জন্য প্রধানমন্ত্রী পরিকল্পিত পদ্ধতি গ্রহণের নির্দেশনা প্রদান করেন । এতে ফসলি জমি রক্ষা পাবে এবং বসতবাড়ীতেও রাস্তাঘাট,পানি ও পয়নিস্কাষনসহ আধুনিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে-জমির অপচয়ও রোধ হবে । পরিকল্পনা মন্ত্রী বলেন,গ্রামীন অবকাঠামো উন্নয়নের ফলে জিনিসপত্রের দাম বাড়েনি । গ্রামীন অবকাঠামোখাতে অভাবনীয় পরিবর্তন আনা হচ্ছে । প্রধানমন্ত্রী সময়ের সাথে সামঞ্জস্যরেখে গ্রামীন অবকাঠামো ডিজাইন ঠিক করার ওপর গুরুত্বারোপ করেন।

একনেক সভায় অনুমোদিত প্রকল্প সমূহ হচ্ছে “লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩)” প্রকল্প।এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫৫৩৫.০০ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩১৫৩.০০ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ২৩৮২.০০ কোটি টাকা।“জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো” প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪১৮.৪৮ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩১৫.৬৩ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ১০২.৮৫ কোটি টাকা । “খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্প ।এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২৬৩৫.৭০ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। “মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি), মিরপুর সেনানিবাস এর অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ” প্রকল্প ।এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪২১.০৯ কোটি টাকা । এর পুরোটাই জিওবি। অনন্যা আবাসিক এলাকার উন্নয়ন (২য় পর্যায়)” প্রকল্প।এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২৮৩২.৯৮ কোটি টাকা। এর মধ্যে জিওবি ২০০০.০০ কোটি টাকা (ব্যাংক ঋণ) এবং নিজস্ব তহবিল ৮৩২.৯৮ কোটি টাকা । “নাটোর রোড (রুয়েট) হতে রাজশাহী বাইপাস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (১ম সংশোধিত)” প্রকল্প।এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৩৯.৮৭ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। “বরিশাল ও সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রেঞ্জ রিজার্ভ (আরআরএফ) পুলিশ লাইন নির্মাণ” প্রকল্।এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২৩১.৬৫ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। “পটুয়াখালী-পায়রা ২৩০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ” প্রকল্প এবংএ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩৩৬.০১ কোটি টাকা। এর মধ্যে জিওবি ২৯৫.৪৫ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ৪০.৫৬ কোটি টাকা।