Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭: 46নীলফামারী ডোমারে খামার যান্ত্রিকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প(২য় পর্যায়) এর আওতায়। ২০১৬/১৭ অর্থ বছরে রাইছ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩০জানুয়ারী সোমবার সকাল ১১টায় উপজেলার বামুনিয়া ইউনিয়নের নাঠুয়াগঞ্জ পাইকার পাড়ায় এঅনুষ্ঠানের আয়োজন করা হয়। হাফেজ মাওঃ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার অতিরিক্ত উপ-পরিচালক(পিপি) কৃষিবিদ মোঃ কেরামত আলী। বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর ইকবাল। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিরম্ব কুমার রায়, আনিছুর রহমান মানিক প্রমূখ বক্তব্য রাখেন। পরে মাঠে রাইছ ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা রোপনের উদ্বোধন করেন অতিথিগণ।