Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭: 58বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আগে থেকেই রেস্টুরেন্ট ব্যবসা খুলেছেন। এবার দেখানো পথে হাঁটলেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সফল পেস তারকা তাসকিন আহমেদ। ঢাকার মোহাম্মদপুরের রিং রোড এলাকায় খোলা রেস্টুরেস্টটির নাম দিয়েছেন-‘তাসকিন’স টেরিটরি’।
সোমবার বেশ জমকালোভাবে রাজধানীর মোহাম্মদপুরে উদ্বোধন হলো তাসকিনদস টেরিটোরি নামে রেস্টুরেন্ট। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, সাব্বির রহমান, কামরুল ইসলাম রাব্বি, জাতীয় দলে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এছাড়াও বিনোদন জগতের তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী তাহসান।

এদিকে অন্য যে কোনো রেস্টুরেন্টের তুলনায় কিছুটা ব্যতিক্রম থাকছে তাসকিনের রেস্টুরেন্ট। সেখানে বিনোদনের জন্য থাকছে বিলিয়ার্ড খেলার ব্যবস্থাও।