খােলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭: জীবন বাঁচানোর তাগিদে ঔষধ প্রস্তুতকারী ২০ কোম্পানির ঔষধ নিয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ৯ ফ্রেব্র“য়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। ওই দিন জানা যাবে এই ২০ কোম্পানির ঔষধ উৎপাদন হবে কিনা।
রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণার এই দিন ঠিক করে আদেশ দেন। পরে আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ এই তথ্য নিশ্চিত করে জানান।