খােলা বাজার২৪, বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের নিকট থেকে নাম প্রস্তাব নেওয়া হচ্ছে এর মধ্য থেকেই নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠিত হবে।এখানে বিতর্ক করার কিছু নেই। বিএনপি সার্চ কমিটি নিয়ে বিতর্ক করেছে, হয়তো ইসি নিয়েও করবে। কারণ, এদের কাজই বিতর্ক করা।’
১৯৯৪ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরের দিন দুর্বৃত্তদের হাতে নিহত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লীগের ২৩ নং ওয়ার্ডের নেতাদের স্মরণে গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।
আজিমপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আলোচনাসভার আয়োজন করে লালবাগ আওয়ামী লীগ। সভায় হানিফ বলেন, ‘নির্বাচনে আসা কিংবা বয়কট করা একটি দলের গণতান্ত্রিক অধিকার। সে কারণে, তারা ২০১৩ সালে নির্বাচন বয়কট করলেও আমরা কিছু বলিনি। আমাদের বক্তব্য হলো, তারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করা চেষ্টা করেছিল। এবারেও সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতির উদ্যোগের প্রতিষ্ঠিত একটি স্বচ্ছ সার্চ কমিটিকে নিয়ে বিতর্কিত করার চেষ্টা করেছে। অথচ সবাই জানে এই কমিটিতে যাঁরা আছেন তাঁরা প্রত্যেকেই নিজ গুণে ও যোগ্যতায় মহিয়ান।’
আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, বিএনপি বলে থাকে, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। গণতন্ত্র কথাটিতেই তো বহুদল ও মতের বিষয় আছে, সেখানে ওই বিশেষণ দিয়ে তারা প্রমাণ করেছে আসলে ওরা গণতন্ত্রের সজ্ঞাই জানে না। জনগণের মধ্যে থেকে যাদের উঠে আসা হয়নি। একটি অবৈধ প্রক্রিয়ায় যে দলের জন্ম তারা তো এ ছাড়া আর কী বলবে?’
হানিফ বলেন, আসলে ‘বিএনপি মানে, হরতাল, খুন, রাহাজানি, দুর্নীতির স্বর্গরাজ্য ও অনাচারের উৎস ভূমি। সুতরাং তাঁদের কাছ থেকে আমরা যেমন কিছু আসা করি না, তেমনি বিএনপিও করে না।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, স্থানীয় সাংসদ হাজি সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নং ওয়ার্ডের সহসভাপতি হুমায়ুন কবীর সভাপতিত্ব করেন।