Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭: 44বিরাট কোহলিকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। স্বাগতিকদের বিপক্ষে টেস্টটি শুরু হবে ৯ ফেব্র“য়ারি।
বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছে ভারত। দলে আছেন টেস্টে খেলা নিয়মিত সবাই। অধিনায়ক কোহলির সঙ্গে আছেন চেতশ্বর পূজারা, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার মতো খেলোয়াড়রা। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলা প্রায় সবাই আছেন এই স্কোয়াডে।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। একটি মাত্র টেস্ট হলেও সফরের গুরুত্বটা তাই বাংলাদেশের জন্য অনেক। হায়দরাবাদের ওই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যে দলে দীর্ঘ পাঁচ বছর পর সুযোগ পেয়েছেন অভিনব মুকুন্দ। তামিল নাড়ুর এই ওপেনারের সঙ্গে ১৬ সদস্যের দলে ফিরেছেন আরেক ওপেনার মুলারি বিজয় ও আজিঙ্কা রাহানে। তাদের সঙ্গে আছেন জয়ন্ত যাদব ও হার্দিক পান্ডিয়া।
তবে কপাল পুড়েছে উইকেটরক্ষক পার্থিব প্যাটেলের। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করলেও সুযোগ হয়নি দলে। চোটের কারণে ওই সিরিজে খেলতে না পারা ঋদ্ধিমান সাহা ফিট হয়ে ওঠায় ছিটকে যেতে হয়েছে তাকে। মহেন্দ্র সিং ধোনি টেস্ট থেকে অবসর নেওয়ার পর ভারতের উইকেটের পেছনটা সামলাচ্ছেন ঋদ্ধিমানই, তবে চোটের কারণে তিনি খেলতে পারেননি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি।
পার্থিবের মতো দলে জায়গা হারিয়েছেন ব্যাটসম্যান মনিশ পান্ডে, যিন্ িইংলিশদের বিপক্ষে শেষ দুই টেস্টে ছিলেন দলে। জায়গা হয়নি পেসার মোহাম্মদ সামিরও। অবশ্য পারফরম্যান্স নয়, এই পেসার বাংলাদেশের বিপক্ষে নেই চোটের কারণে। পায়ে চোট পাওয়ায় সামি খেলতে পারেননি ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্ট। ক্রিকইনফো
ভারতের টেস্ট স্কোয়াড :
বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, অভিনব মুকুন্দ, হার্দিক পান্ডিয়া।