Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭: 55মিথ্যা চাকৃুরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে ভারতের বোম্বে পাচার হওয়া ১৭তরুনীকে দীর্ঘ ৩বছর পর বুধবার বিকালে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ। ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্ট্াপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, ৩ বছর আগে অবৈধ পথে ভারতের মুম্বাই ও মহারাষ্ট্রে শহরে গিয়ে অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় পুলিশ তাদেরকে আটক করে জেলহাজতে পাঠায়। পরে‘দেওয়ানার ও নবজীবন শেল্টার হোম’ নামে ২টি এনজিও সংস্থা ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখেন।

দেশে ফিরে আসারা হলো-বিউটি আক্তার,রুবি আক্তার,সোহাগী আক্তার,বিথি খাতুন,আনন্দী আক্তার,শারমিন খাতুন,জাহানারা আক্তার,পারভীন আক্তার,তাসলিমা খাতুন,লাখি খাতুন,রিতা আক্তার,ইয়াসমিন খাতুন,পারভিন আক্তার,পরি মনি,পপি খাতুন,মনিকা আক্তার ও বেবী নাসরিন। এদের বাড়ী বরিশাল ,নারায়নগঞ্জ, যশোর, পটুয়াখালী, গোপালগঞ্জ, ঢাকা, ফরিদপুর,নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি ইকবাল মাহমুদ জানান,তিন বছর আগে বিভিন্ন সময়ে মিথ্যা চাকৃুরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে ভারতে বোম্বে পাচার হয়ে যায় এসব তরুনী। এক পর্যায়ে পুলিশের হাতে আটক হয় তারা। পরে এসব বাংলাদেশী তরুনীদের ঠাই হয় একটি মানবধিবার আশ্রমে। সেখান থেকে রাইট যশোর এর উদ্্েযাগে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হস্তক্ষেপে দেশে ফেরে তারা।
তাদেরকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তুলে দেওয়া হয় রাইট যশোর সহ২টি এনজিও সংস্থার কাছে।
যশোর শেল্টার হোম থেকে তাদেরকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় এনজিও সংস্থা-রাইট যশোরের প্রগ্রাম অফিসার শাউলী সুলতানা
দেশে ফিরে আসা তরুনীরা বলেন,তাদের মতো কেহ যেন আর প্রতারিত হয়ে ভারতে না যায়। এমন নরক যন্ত্রনা সইবার নয়। অভিশাপ থেকে মুক্ত হতে পেরে দীর্ঘশ্বাস ফেলেন তারা। দেশের মা বোনদের প্রতারনার ফাদ থেকে দুরে থাকার অনুরোধ করেন এসব তরুনীরা।