খােলা বাজার২৪, বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭: ম্যাচ শুরু হবে ৯ ফেব্র“য়ারি। কিন্তু তার আগে নিজেদের ঝালিয়ে নিতে টাইগাররা একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। সেজন্যই একটু আগেভাগেই যেতে হচ্ছে মুশফিক বাহিনীকে। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্য বিমানে করে উড়াল দেবে বাংলাদেশ দল।
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফর করছে বাংলাদেশ। আগামী ৯ ফেব্র“য়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে প্রতিদিন খেলা মাঠে গড়াবে।
বিরাট কোহলিদের মুখোমুখি হওয়া আগে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকরা। ৫ থেকে ৬ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি। উল্লেখ্য, ভারতের বিপক্ষে এখন পর্যন্ত মোট আটটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে টাইগাররা দুইটিতে ড্র করেছে ও ছয়টিতে হেরেছে। এই আটটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে।