Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০১৭: 46দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার ঘটনায় পৌর মেয়রসহ ৪৩ জনের নামে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আসামিরা হলেন- পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরু, তার ভাই মিন্টু, সাবেক কাউন্সিলর পিজুস, আওয়ামী লীগ নেতা নাছিরসহ ১৮ জনকে আসামি করে অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন নাহার (৩৮) বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

শাহজাদপুর থানার ডিউটি অফিসার (এএসআই) আবুল কালাম জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে একটি অভিযোগপত্র নিয়ে থানায় এসেছেন। তারা ওসি সাহেবের রুমে আছেন। তাই কত জনকে আসামি করা হয়েছে নির্দিষ্ট করে বলতে পারছি না। ইতোমধ্যে পৌর মেয়রের দুই ভাই পিন্টু ও মিন্টুকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিম ও ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদ এবং মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। ওই সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে আশঙ্কা