Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০১৭: 39নাগরিকদের সচেনতা বৃদ্ধি করে ঘরোয়া কাজে জনগণকে সম্পৃক্ত করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন নগর প্রতিষ্ঠা সৃষ্টির লক্ষ্যে পরিবর্তন চাই’র উদ্যোগে সারাদেশের মতো আজ শনিবার (৪ ফেব্রুয়ারী) জামালপুরে দেশটাকে পরিস্কার করি দিবস পালিত হয়েছে । দিবসটির তাৎপর্য তুলে ধরে জামালপুর জেলা শহরের দয়াময়ী মোড় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। পরিবর্তন চাই জামালপুরের প্রতিনিধি এবং জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমূখ। পরিচ্ছন্নতা অভিযানে জামালপুর পৌরসভা, জামালপুর প্রেসক্লাব, উন্নয়ন সংঘ, অপরাজেয় বাংলাদেশ, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা, আইজলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক সাধারণ মানুষও অংশ নেন।
উল্লেখ্য, ‘পরিবর্তন চাই’ একটি সামাজিক উদ্যোগ। সাধারণ মানুষের চিন্তা চেতনায় ইতিবাচক পরিবর্তন এবং জীবন যাত্রার মান উন্নয়নে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সাথে নানাবিধ কর্মসূচী পালন করে আসছে। এই ধারাবাহিকতায় গত তিন বছর যাবৎ সারাদেশে পালন করে আসছে দেশটা পরিষ্কার করি দিবস। জামালপুরে পরিবেশ রক্ষা আন্দোলন, উন্নয়ন সংঘ ও পরিবর্তন চাই’ এ কাজে সহায়তা করে আসছে। পরিবর্তন চাই’র পৃষ্টপোষকতা করছে একশন এইড, কিউইউবিইই, পে-পয়েন্ট, আইপিডিসি, বিজিএমইএসহ বিভিন্ন সংগঠন।