
ভোটকে কেন্দ্র করে নীলফামারী সদর সহ অন্যান্য পাঁচ উপজেলায় সংবাদকর্মীদের মাঝে আনন্দ উল্লাস ও আলোচনার ঝড় উঠেছে।এদিকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রাজা আহমেদ জানিয়েছেন আগামীকালের নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পাঁচ উপজেলা সহ মোট ভোটের সংখ্যা ২৯টি।
কার্যনির্বাহী পরিষদের মধ্যে সভাপতি ও কোষাধ্যক্ষ পদে ভোট গ্রহন।বাকী পদগুলোতে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত।নীলফামারী জেলা সদর ও পাঁচ উপজেলার সভাপতি/সাঃসম্পাদক ও সংবাদ কর্মীদের সাথে খোলা বাজার জেলা ২৪ ডট কম প্রতিনিধির মধ্যে আলাপ কালে জানায়, সভাপতি পদে ব্যাপক সমর্থন নিয়ে এগিয়ে আছেন জেলা রিপোর্টার্স ইউনিটির চলমান সভাপতি ও বাংলা ভিশন জেলা প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী দুলাল। তার সাথে প্রতিদন্দ্বীতা করছেন বাংলাদেশ টু-ডের জেলা প্রতিনিধি সাদিকুর রহমান শাহ স্কলার।কোষাধক্ষ্য পদে প্রতিদন্দ্বীতা করছেন এম,এ হামিদী ও সাইফুল ইসলাম। কোষাধক্ষ্য বিষয়ে যতটা কৌতুহল নেই কিন্তু সভাপতি নিয়ে ব্যাপক কৌতুহল।তাই অপেক্ষার প্রহরে আগামীকালের ভোট গ্রহনের মাধ্যমে ফলাফলের ভিত্তিতে জানা যাবে কে হচ্ছেন নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি।