খােলা বাজার২৪, শনিবার,৪, ফেব্রুয়ারি ২০১৭: চাঁদাবাজির মামলায় অভিযুক্ত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো: শহিদুজ্জামান জুয়েল সরকারকে গ্রেপ্তার করতে ২৪ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ।
সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অংশের মর্নিংসান হোটেলের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে তারা এ দাবী জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি মার্নিংসান হোটেলের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে বালুয়াকান্দি বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় মার্নিংসান হোটেলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবীব উল্লাহ মেম্বার, সাধারণ সম্পাদক আল্ আমিন প্রধানসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় তারা বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান জুয়েলকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ কয়েক’শ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।