খােলা বাজার২৪, শনিবার,৪, ফেব্রুয়ারি ২০১৭: পরিকল্পনা মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল বলেছেন ,তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে বাংলাদেশ আজ উন্নত জাতির দ্বারপ্রান্তে । উন্নতজাতি বিনির্মাণের ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে ২০২১সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যূৎ সুবিধা পৌছে দেয়া এবং শতভাগ শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে ২০৩০সালে দেশ থেকে শতভাগ দারিদ্র দূরীকরণ নিশ্চিত করা হবে । এরই ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ২০টি উন্নত দেশের অন্যতম একটি দেশ । সরকারের নিরন্তর প্রচেষ্টায় বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে বর্তমানে ৩৪তম স্থান অবস্থান করছে ।
কুমিল্লার লালমাইয়ে নতুন উপজেলা প্রতিষ্ঠিত হওয়ায় স্থানীয় জনগণের উদ্যোগে আজ লালমাইয়ের বাঘমারায় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে গণ সংবর্ধনা প্রদান করা হয় । সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন ।
অনুষ্ঠানে সংসদ সদস্য তাজুল ইসলাম ,কুমিল্লা সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,কুমিল্লার জেলা প্রশাসক জাহাংগীর আলম ,যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক শাহাদৎ হোসেন তসলিমসহ কুমিল্লা জেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তৃতা করেন ।
বক্তারা লালামাই উপজেলা প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরিকল্পনা মন্ত্রীকে উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান ।
পরিকল্পনা মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সুষম উন্নয়নের লক্ষ্যে উন্নয়নে পিছিযে পড়া এলাকা সমূহে উন্নয়ন কর্মকান্ড অব্যহত রেখেছেন ।তিনি বলেন ,কাউকে বাদরেখে টেকসই উন্নয়ন হতে পারেনা । তিনি দেশের যুবসমাজকে উন্নয়নের হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন ,হানাহানী করে কিছু অর্জন করা যায় না । মানুষের মন জয় করার মধ্য দিয়ে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকলকে আগামী দিনের জন্য কাজ করে যাওয়ার জন্য মন্ত্রী সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান ।
এর আগে মন্ত্রী লাকসামে দৌলতগঞ্জ বাজারে সাম্প্রতিক অগ্লিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের মধ্যে সরকারি অনুদান হস্তান্তর করেন ।