Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার,৪, ফেব্রুয়ারি ২০১৭: 60 ৪ই ফেব্রুয়ারী “বিশ্ব ক্যান্সার দিবস”। সারা বাংলাদেশে বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রমের মাধ্যমে দিনটি উৎযাপন করছে হিমু পরিবহণ। তারই অংশ হিসেবে কুষ্টিয়া জেলাতে দিনটি উৎযাপন করেছে হিমু পরিবহণ, কুষ্টিয়া। সংগঠনটি শনিবার সকালে বিভিন্ন পত্রিকার মধ্যে পাঁচ’শ এর অধিক লিফলেট বিতরণ করে। এরপর সকাল ১১ টায় কুষ্টিয়া শহরের বারখাদা মাধ্যমিক বিদ্যালয় একটি ক্যান্সার সচেতনতা মূলক ক্যাম্পেইন এর আয়োজন করে। বিদ্যালয়ের প্রায় দেড় হাজার এর অধিক শিক্ষার্থীদের মধ্যে ক্যান্সার সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
এরপর অনুষ্ঠিত হয় ক্যান্সার সচেতনতা মূলক আলোচনা সভা। আলোচনা সভার শুরুতে হিমু পরিবহণ সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনটির কুষ্টিয়ার টীমের মুখপাত্র এস.এম.সোহান। তারপর ক্যান্সার সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনছার আলী, হিমু পরিবহণ এর হেল্পার মাহের মোহাম্মদ নাঈম। হিমু পরিবহণ এর অন্যতম হেল্পার ঈশা খান অপূর্ব এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভাতে উপস্থিত ছিলেন, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, জিহাদ, সাকিব, তারিকুল, শিশির, রাফিজ, পরশ, মীম, জান্নাত, তুষার, আশিক, সোহাগ, জীম ও হাসান আলী বিশ্বাস প্রমূখ।
বিকেলে শহরের বিভিন্ন জায়গাতে ক্যান্সার সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। উল্লেখ্য, হিমু পরিবহণ নন্দিত লেখক হুমায়ূন আহমেদ এর ভক্তদের একটি সংগঠন। তারা হুমায়ূন আহমেদ এর শেষ স্বপ্ন বাংলাদেশে একটি বিশ্বমানের “ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট” তৈরীর লক্ষ্যে কাজ করে চলেছে। তাছাড়াও সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে।