খােলা বাজার২৪, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭: আজ ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস-এর উদ্যোগে বিকাল ৫.০০টায় প্রফেসর আক্তার ইমাম অডিটরিয়াম,আক্তার ইমাম প্রিয়প্রাঙ্গান-সেগুন বাগিচা ঢাকায় “মাস ব্যাপী মাতৃভাষা উৎসব”
উক্ত উৎসবে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি ও মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মোঃআমিরুল ইসলাম,ভাষা সৈনিক রেজাউল করিম,বিশেষ অতিথি পীরজাদা শহীদুল হারুন অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রনালয়,উপ-সচিব তপন কুমার পরিকল্পনা মন্ত্রনালয়,বীর মুক্তিযোদ্ধা মোঃআনোয়ার হোসেন (অবঃ ডি,আই,জি) ড.নাসির উদ্দিন খান (অবঃউপ-পুলিশ কমিশনার)ও সাংবাদিক আতাউল্লাহ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডঃ লুৎফর আহসান বাবু চেয়ারম্যান ইউনাটেড মুভমেন্ট হিউম্যান রাইটস। অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে “মানবাধিকার শান্তি পদক-২০১৬” প্রদান করা হয়।
সংগঠনের ৩সদস্যের জুড়িবোর্ড নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার ৪নং বাহাগীলি ইউনিয়নের নয়ান খালে অবস্থিত গ্রামীন উন্নয়ন সংস্থা(ভি.ডি.ও)-এর নির্বাহী পরিচালক মোঃ এমদাদুল হক-কে সমাজে বিশেষ অবদান রাখার জন্য সফল এনজিও ব্যক্তিত্ব ও সমাজ সেবক হিসাবে চূড়ান্ত ভাবে অনুমোদন দেন এবং “মানবাধিকার শান্তি পদক-২০১৬”প্রদান করেন।