খােলা বাজার২৪, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭: সুরঞ্জিত সেন গুপ্ত আমাদের রাজনীতির ইতিহাসে এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব্য। বাংলাদেশের পার্লামেন্টে সব সময় তাকে নাম্বার ওয়ান বলতাম। আমার মনে হয় পার্লামেন্টারিয়ান হিসাবে নাম্বার ওয়ানকে হারালাম। চারদিকে একটি বিরাট শূন্যতা, হাহাকার অনুভব করছি। এই শূন্যতা সহজে পূরণ হবে এটা মনে করার কোন কারণ নেই। তবু তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। বিখ্যাত রাজনীতিবিদ সুরঞ্জিত সেন গুপ্ত রোববার ভোর ৪টায় ল্যাবএইড হাসপাতালে মারা যাবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। আজই তার সাথে আমার সিলেটের সুনামগঞ্জের সাংগঠনিক বিষয় নিয়ে আলাপ-আলোচনা করার কথা ছিল। কিন্তু এরমধ্যেই তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন।
ওবায়দুল কাদের আরও বলেন, এখন আমরা তাকে শেষ বিদায়ের প্রস্তুুতি নিচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও পার্টির সভাপতি শেখ হাসিনা, পরিবারের লোকজন এবং তার ঘনিষ্ট লোকদের সাথে আলোচনা করে প্রোগ্রাম ঠিক করেছি। শিডিউলটা হচ্ছে প্রথমে তার মরদেহ সকাল ৯ টায় জিগাতলায় তাঁর বাসভবনে যাবে। দুপুর ১২ টায় শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হবে। বিকাল ৩ টায় জাতীয় সংসদ ভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন হবে। এরপর সংসদের অফিসিয়ালি কিছু নিয়ম আছে সেগুলো করা হবে। এরপর তাকে আজকের মত মরদেহ হিমঘরে রেখে দেওয়া হবে। আগামীকাল সোমবার সকাল ৯ টায় মরদেহ সিলেট নিয়ে যাওয়া হবে। সেখানে সকাল ১০টা ১১ টা পর্যন্ত সিলেটে শ্রদ্ধা নিবেদন করা হবে। ১১ টায় মরদেহ সুনামগঞ্জ নিয়ে যাওয়া হবে। সুনামগঞ্জ থেকে ১টায় তাঁর নির্বাচনী এলাকা দিরাইয়ের সালনা নিয়ে যাওয়া হবে। এবং তিনটায় তাঁর ইচ্ছা অনুযায়ী দিরাইতে শেষকৃত্য অনুষ্টিত হবে।