খােলা বাজার২৪, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭: ভারতের পেট্রাপোল স্থলবন্দরে ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে স্বাভাবিক রয়েছে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা।
বন্দর ও সিএন্ডএফ ব্যবসায়ীরা জানান, কিছুদিন আগে পেট্রাপোলের বড় ব্যবসায়ীদের রপ্তানি পণ্যের চালান আগে বেনাপোল বন্দরে ঢোকানোর নির্দেশ দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এতে বন্দর এলাকার ছোট ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানায়। তবে তাদের প্রতিবাদকে আমলে না নেয়ায় শনিবার বেলা ১১টা থেকে বেনাপোল বন্দর দিয়ে যে কোন আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তারা।
এদিকে বাণিজ্য বন্ধ থাকায় দু’পাশে আটকা পড়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক। বিভিন্ন পচনশীল দ্রব্য থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।