Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20kখােলা বাজার২৪, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭: সিরাজগঞ্জের শাহাজাদপুরের সমকাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সময়টিভি ও সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের প্রতিনিধি শ্যামল ভৌমিক, আরটিভি ও আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি খন্দকার একরামুল হক সম্রাট, দ্বীপ্ত টিভির প্রতিনিধি ইউনুস আলী, বিটিভি ও যুগান্তরের প্রতিনিধি আহসান হাবিব নীলু, এশিয়ান টিভির প্রতিনিধি দুলাল বোস, সাংবাদিক অলক সরকার, বৈশাখী টিভির প্রতিনিধি লাইলী বেগমসহ অন্য সাংবাদিকবৃন্দ। প্রকাশ্যে গুলি করে সাংবাদিক হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শাহাজাদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ছবি তোলার সময় গুলিবিদ্ধ হয় সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।