খােলা বাজার২৪, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭: রবিবার ভোররাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারীতে পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি ভারতীয় গাঁজাসহ রতন মিয়া (৩৬) নামের এক মাদক ব্যসায়ীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। হাতীবান্ধা থানা পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আবুল কালাম সঙ্গীয় ফোর্স সহ উত্তর গোতামারীর রতন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে উক্ত মাদকব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করে।
আটককৃত মাদক ব্যবসায়ী হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী গ্রামের জয়নাল আবেদীনের পুত্র বলে জানা গেছে। এ ব্যপারে হাতীবান্ধা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা পূর্বক আটককৃত মাদকব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধীক মাদক ও চোরাচালানের মামলা রয়েছে বলে অফিসার ইনচার্জ রেজাউল করিম নিশ্চিত করেছেন।