খােলা বাজার২৪, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭: শরণার্থীদের সঙ্গে সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা পুনর্বহাল চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করা জরুরি আবেদন আপিলে নাকচ হয়েছে।
ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিত করে ফেডারেল কোর্টের দেওয়া আদেশ বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিচার বিভাগের করা আবেদন শুনে রোববার রাতে যুক্তরাষ্ট্রের নাইন্থ সার্কিট আপিল কোর্ট এ আদেশ দেয়।
এই আদেশের ফলে মামলার পূর্ণ শুনানি না হওয়া পর্যন্ত ট্রাম্পের ওই নির্বাহী নিষেধাজ্ঞা স্থগিতই থাকছে।
আরও যুক্তি উপস্থাপনের জন্য আদালত হোয়াইট হাউজ ও নির্বাহী আদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাজ্যগুলোকে সোমবার পর্যন্ত সময় দিয়েছে।
সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে এবং অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ নিষিদ্ধ করে ২৭ জানুয়ারি ওই নির্বাহী আদেশটি দিয়েছিলেন ট্রাম্প।
শুক্রবার সিয়াটলের ফেডারেল কোর্টের বিচারক জেমস রবার্ট ট্রাম্পের এই আদেশ সাময়িকভাবে স্থগিতের আদেশ দেন। ট্রাম্পের আদেশের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক রবার্ট।
ওই স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা অবিলম্বে বহালে আপিল কোর্টে আবেদন করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
আদালতের আদেশে ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত হওয়ার পর এসব আদেশ বাস্তবায়নে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলো বন্ধ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পর শরণার্থী ও ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের কয়েক হাজার ভ্রমণকারী যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটগুলোতে উঠে পড়েন।