Mon. Aug 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ripo.....................2খােলা বাজার২৪, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭: আজ নীলফামারী জেলার সাংবাদিক মহলে ছিল কৌতুহলের কোলাহল,কে হচ্ছেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি।

অবশেষে বিকাল ৩টায় প্রকাশ হল গোপন বিচারকী মতের রায়। বাংলা ভিশন জেলা প্রতিনিধি ও আমাদের অর্থনীতি পত্রিকার কলম সৈনিক জেলা রিপোর্টার্স ইউনিটির চলমান সভাপতি নূরে আলম সিদ্দিকী দুলাল ২৪ ভোট এবং প্রতিদন্দ্বী প্রার্থী ৫ ভোট বিপুল ভোটের ব্যবধানে পুনরায় জয়লাভ করল নূরে আলম সিদ্দিকী দুলাল।
সাধারণ সম্পাদক বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হন এ,আর আল আমিন।অর্থ সম্পাদক নির্বাচিত হয় এন,এম হামিদী। যুগ্ন-সাধারন সম্পাদক রেজাউল করিম রন্জু, প্রচার সম্পাদক এম,আর রাজু, ধর্ম সমাজ কল্যান সম্পাদক তৈয়বুর রহমান মানিক।

ভোট সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে সেই সাথে পরাজিত প্রার্থীদের পারস্পরিক সহানুভুতিশীল ছিল।ভোট চলাকালিন সময় র‍্যাব ,পুলিশ ও অন্যান্য প্রশাসনিক লোকজনসহ স্থানীয় গুনীজন উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান রাজা আহমেদ সকলের উপস্থিতিতে ভোটের ফলাফল ঘোষনা দিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নির্বাচনী সকল কর্মসূচীর সমাপ্তি ঘোষনা দেন।

অন্যরকম