খােলা বাজার২৪, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭: সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
এই প্রথম রিয়াদে হামলা চালানোর ঘোষণা দিল ইয়েমেনি সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রোববার প্রচারিত বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদের পশ্চিমে অবস্থিত সৌদি একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। হামলার মধ্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে, রিয়াদ এখন ইয়েমেনের ক্ষেপণাস্ত্রের পাল্লায় রয়েছে।
সৌদি কর্মকর্তারা এখনো এ বিষয়ে মুখ খুলেননি। অবশ্য টুইটারে দেয়া বার্তায় স্থানীয়রা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলছেন, রিয়াদের পশ্চিমে অবস্থিত আল-মাজাহিমিইয়া শহরের একটি সামরিক শিবিরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।