খােলা বাজার২৪, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭: কুষ্টিয়ায় বিপুল পরিমান মেয়াদউর্ত্তীণ কীটনাশক ও কেমিকেল পাওয়ায় ৪টি কীটনাশকের দোকানীকে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে সদর উপজেলার বিত্তিপাড়া ও ভাদালিয়া বাজারে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে এসময় অভিযান চালিয়ে বিত্তিপাড়া বাজারের মহাসীন ট্রেডার্সকে ১৫ হাজার টাকা, নাইম ট্রেডার্সকে ১০ হাজার টাকা, শামীম ট্রেডার্স ১৫ হাজার টাকা ও ভাদালিয়া বাজারের ইমরান ট্রেডার্সকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, ‘জেলা প্রশাসকের নির্দেশনার প্রেক্ষিতে সদর উপজেলার বিত্তিপাড়া ও ভাদালিয়া বাজারে অভিযান চালানো হয়। এসময় দোকানে মেয়াদউত্তীর্ণ কীটনাশক ও কেমিকেল পাওয়ায় ৪টি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিামানা আরোপ ও আদায় করা হয়েছে। এদের দোকান থেকে বিপুল পরিমান কৃষিকাজে ব্যবহৃত মেয়াদর্ত্তীন কীটনাশক ও কেমিকেল উদ্ধার করা হয়। এসকল কীটনাশক ও কেমিকেল ব্যবহারের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছিলেন’। বাজার অভিযানে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক বিভাস চন্দ্র সাহা, সিভিল সার্জনের প্রতিনিধি, মৎস্য কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত ছিলেন।