Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭: 60সরকারের সিনিয়র সচিব, সচিব ও গ্রেড ১ কর্মকর্তাদের জন্য ১১৪ টি নতুন আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ঢাকার ইস্কাটনে টেনামেন্ট হাউস এলাকায় ছয় দশমিক ৮৭ বিঘা জমির ওপর এ ফ্ল্যাট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭৩ কোটি ৯৬ লাখ টাকা।
আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ ফ্ল্যাট নির্মাণের ভিত্তিফলক উন্মোচন করেন। এ সময়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
তিনটি ২০ তলা টাওয়ার ভবনের প্রতিটিতে ৩৮টি করে ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাটের আয়োতন হবে ৩,৪৮৯ বর্গফুট। ভবনগুলোতে পৃথক সুইমিংপুল, ফিটনেস সেন্টার, লনটেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, পায়ে হাঁটার পথ, ১৮১টি কার পার্কিংসহ নানা সুযোগ-সুবিধা থাকবে।
এর আগে মন্ত্রী মালিবাগে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ৪৫৬ টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন। চারটি ২০ তলা টাওয়ার ভবনে এসব ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৯৪ কোটি ৬৯ লাখ টাকা।
এ উপলক্ষে এক অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী বলেন, সরকারের প্রায় দেড় লাখ কর্মকর্তা-কর্মচারি ঢাকায় কর্মরত। এদের মধ্যে মাত্র আটভাগ কর্মকর্তা-কর্মচারি সরকারি আবাসন সুবিধা পান। সরকার তিন বছরের মধ্যে ৪০ ভাগ কর্মকর্তা-কর্মচারির সরকারির আবাসন সুবিধা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। মালিবাগের এ জায়গাটি অবৈধ দখলে ছিল। জায়গাটি উদ্ধার করে সরকারি আবাসন গড়ে তোলা হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই সরকারি আবাসনের লক্ষ্যমাত্র অর্জন করা সম্ভব হবে।