খােলা বাজার২৪, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭: গত (০৬ ফেব্রুয়ারি ২০১৭) দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর রাজশাহী বিভাগের অর্ধ-বার্ষিক সম্মেলন ২০১৬ সালরে ডসিম্বের র্পযন্ত র্কমকান্ডরে অগ্রগতরি র্পযালোচনা রাজশাহী বিভাগের আঞ্চলকি র্কাযালয়রে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
আঞ্চলকি র্কাযালয়রে সম্মেলন কক্ষে বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক মোঃ আলতাফ হোসনে, মহাব্যবস্থাপক (এমআইএস) মোঃ ফজলে কবিরয়িা সহ রাজশাহী বিভাগের ১৬টি জেলা কার্যালয়ের প্রধান ও শল্পি নগরীর র্কমর্কতাগণসহ বিসিক প্রধান র্কাযালয় এবং রাজশাহী বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণও উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে রাজশাহী বিভাগের ১৬টি জেলার জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৬ র্অথ-বছরের সম্পাদিত কর্মকা-ের অগ্রগতিসমূহ পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয় চলতি অর্থ-বছরে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৯১০ জন, প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ১ হাজার ২২৩ জনকে । অগ্রগতরি হার ৪৩% ।ঋণ বিতরণ কর্মসূচির লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হলে সভায় জানানো হয় ২০১৬-২০১৭ অর্থ-বছরের ছয় মাসে ক্ষুদ্র শিল্পে ঋণ প্রাপ্ত শিল্প ইউনিটের সংখ্যা ২৯৮টি এবং কর্মসংস্থান হয়েছে ৪ হাজার ২৮৩ জনের। কুটির শিল্প খাতে ঋণ প্রাপ্ত ৬২৩ টি ইউনিটে কর্মসংস্থান হয়েছে ২ হাজার ১৩৭ জনের।
প্রধান অতথিি তার বক্তব্যে বিসিক চেয়ারম্যান উল্লখে করনে বসিকিরে সকল র্কমর্কতা/ র্কমচারীর কাজরে জবাবদহিতিা নশ্চিতি করতে হবে ।সবাইকে উদ্যোক্তাদরে সহযোগীতার মানসকিতা নয়িে কাজ করতে হবে এবং বসিকিরে কাজরে র্দূবলতা চহ্নিতি করে তা সমাধানরে উদ্যোগ গ্রহণ করতে হবে ।এতে কাজে গতশিীলতা বৃদ্ধপিাবে ।