খােলা বাজার২৪, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭: ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার : দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষ্যে এবং দায় দেনা পরিশোধের বিবরণী নিয়ে সংবাদ সম্মেলন করেন মৌলভীবাজার পৌর মেয়র আলহাজ¦ মো. ফজলুর রহমান।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলনে মেয়র গত এক বছরের কাজের একটি লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন। এসময় তিনি জানান, মৌলভীবাজার পৌরসভাকে ক্লিন সিটি ও একটি আধুনিক ডিজিটাল নগরী গড়ে তুলতে শুরু থেকেই তিনি কাজ করে যাচ্ছেন। পৌরসভার প্রধান সমস্যা গুলো চিহ্নিত করে সে অনুযায়ী তিনি কাজ শুরু করেছেন।
তিনি শহরের ড্রেন, রাস্তাঘাট, কোদালীছড়া, শহরের ময়লা আবর্জনা পরিষ্কার, যানজট নিরসন ইত্যাদি বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি রাধাপদ দেব সজল, আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, আকমল হোসেন নিপু, সরওয়ার আহমদ, ফেরদৌস আহমেদ, সালেহ এলাহী কুটি, আনহার আহমদ সমশাদ, হাসানাত কামাল, শ ই সরকার জবলু ও এ এস কাঁকন প্রমুখ।
সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খাঁন, কাউন্সিলর জালাল আহমদ ও রনধীর দে কানু প্রমুখ।