খােলা বাজার২৪, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭: কুমিল্লা বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ঝুমকা সিনেমা হলের সামনে, সারা দেশে সাংবাদিক হত্যা,হামলা-মামলা ও নির্যাতন বন্ধের দাবী ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি এম এ করিম সরকার, সাধারন সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এস এম সালাহ উদ্দিন,সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন মোল্লা,সহ সভাপতি সৈয়দ শরীফ আহমেদ,যুগ্ম সাধারন সম্পাদক মোশায়ারা আক্তার জলি,অর্থ সম্পাদক আমির হোসেন আমু, নির্বাহি সদস্য মোহাম্মদ আলী শাহিন,ফখরুল সরকার,সদস্য মো. রেজয়ান মোল্লা,শেখ ফিরোজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জনপ্রতিনিধি কর্তৃক প্রকাশ্যে নৃশংসভাবে সাংবাদিককে গুলি করে হত্যা করা প্রতিবাদ জানাচ্ছি, সাংবাদিকরা দেশ ও জাতীর কল্যাণে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক, আজ যখন সাংবাদিকরা অন্যয় ভাবে নিহত হচ্ছে ও সারা দেশে সাংবাদিক নির্যাতন বৃদ্ধি পাচ্ছে, তখন বলতে পারি এটি গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী। আমরা এই হত্যা কান্ডের সুষ্ঠ বিচার ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবী জানাচ্ছি।
এছাড়া এ বিষয়ে কুমিল্লার দেবিদ্বার ও নাঙ্গলকোটের সাংবাবিক বৃন্দ মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।