Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭: 3বগুড়ার কাহালু উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুলাল (৪৫), ইব্রাহীম (৪৪) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার দিনগত রাত সোয়া ১টা দিকে উপজেলার পাঁচপীর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত দুইজন ডাকাত দলের সদস্য। এসময় তাদের গুলিতে এএসআই ফিরোজ আলম ও কনস্টেবল আবদুল বারিক আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কাহালু থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকী জানান, রাত সোয়া ১টার দিকে ওই এলাকায় সশস্ত্র একদল ডাকাত ডাকাতির পস্তুতি নিচ্ছিল। এসময় টহল পুলিশ টের পেয়ে সেখানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এতে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় দুলাল ও ইব্রাহীমকে পাওয়া যায়।
তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তাদের মৃত্যু হয়।
ওসি জানান, ডাকাতের গুলিতে এএসআই ফিরোজ আলম ও কনস্টেবল আবদুল বারিক আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।