খােলা বাজার২৪, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাগজবাহী একটি ট্রাক উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার ভোররাতে উপজেলার আশারিয়ার চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, বুধবার ভোররাত ৪টার দিকে মেঘনা থেকে আসা আল-মোস্তফা কোম্পানির কাগজবাহী একটি ট্রাক উপজেলার আশারিয়ার চর এলাকার বিসমিল্লাহ পেট্রল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চার শ্রমিক নিহত হন। আহত হন আরও চার-পাঁচজন শ্রমিক।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।