Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1st conf_Nganj- 2017খােলা বাজার২৪, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭: পূবালী ব্যাংক লিমিটেড এর নারায়ণগঞ্জ অঞ্চলের শাখা প্রধানদের প্রথম সম্মেলন-২০১৭ প্রধান কার্যালয়ের বোর্ড রুমে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোহাম্মদ আলী ও আখ্তার হামিদ খান। সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এ কে এম মোজাম্মেল হক। এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ এবং নারায়ণগঞ্জ অঞ্চলের শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল হালিম চৌধুরী উন্নততর ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের ব্যবসা স¤প্রসারণের জন্য আহ্বান জানান। সম্মেলনে ব্যাংকের ২০১৭ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। ভালো ঋণ গ্রহীতা নির্বাচন করে নতুন ঋণ প্রদান এবং ব্যাংকের ব্যবসা বৃদ্ধির জন্য অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের প্রতি আহ্বান জানান। খেলাপী ঋণ, শ্রেণীকৃত এবং অবলোপনকৃত ঋণ আদায়ে সচেষ্ট হতে এবং নতুনভাবে কোন ঋণ যাতে কোন অবস্থাতেই খেলাপী বা শ্রেণীভুক্ত না হয় সে দিকে সকল অঞ্চল প্রধানকে বিশেষ নজরদারি ও নিবিড় তত্ত্বাবধানের জন্য তিনি নির্দেশ প্রদান করেন।