গর্ভাবস্থায় মা ও শিশুর পরিচর্র্যা, প্রসব পরবর্তী যত্ন, পরিবার পরিকল্পনা গ্রহণ, মাতৃদুগ্ধ পানের গুরুত্ব, যৌতুক, তালাক, বাল্য বিবাহ ও নারী এবং শিশু পাচার রোধ করতে হাতিয়ায় দুগ্ধ মায়দের প্রশিক্ষণ দিয়েছেন নোয়াখালী রুরাল এ্যাকশান সোসাইটি (এন-রাশ)।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচীর উপকারভোগী দুগ্ধ মায়েদের এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় নোয়াখালী রুরাল এ্যাকশান সোসাইটির (এন-রাশ) প্রধান নির্বাহী মো.আবুল হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারুল আজিম।
কর্মশালায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ সোহেল, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সি.এস ইমাম হোসেন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিরীন আক্তার।
এতে প্রশিক্ষণ প্রদান করেন নোয়াখালী রুরাল এ্যাকশান সোসাইটির (এন-রাশ) প্রশিক্ষক একরাম হোসেন হৃদয় ও মো. জাবেদ হোসেন।
কর্মশালায় হাতিয়া পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের ৯২ জন দুগ্ধ মহিলা উপস্থিত ছিলেন।