Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭:  57বেনাপোল রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে কবরখুৃড়ে এবং বাসা বাড়ী ও বাশ বাগানের মাটির নিচ থেকে ভারত থেকে আসা প্রায় কোটি টাকা মূল্যের মাদক(গাজ্ঞা)গাজা-ও বিপুল পরিমান ঔষধের চালান উদ্ধার করেছে বিজিবি। তবে চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করতে পারেনি তারা।

যশোর ৪৯বিজিবি ব্যাটলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক লে: কর্নেল-খবির উদ্দিন জানান,বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল রঘুনাথপুর সীমান্তে উপ অধিনায়ক নজরুল ইসলামের নের্তৃত্বে অভিযান চালায় একদল বিজিবি। ঐ গ্রামের রেজাউল ইসলামের বাড়ীর পাশের কবর স্থান,বাশ বাগান ও বাসাবাড়ী এলাকা থেকে মাটি খুড়ে উদ্ধার করা হয় বিশেষ ব্যাবস্থায় প্লাষ্টিকের ডিরামে রাখা ২২২কেজি গাজা। যার দাম প্রতি কেজি ৩০হাজার টাকা হিসাবে ৬৬লাখ টাকা বলে জানান তিনি। এসময় সীমান্ত এলাকা থেকে ৯লাখ ২০ হাজার ্টাকা মূল্যের হেপাটাইটিস বি ভাইরাসের ঔষধ সহ চোরাই বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে জানায় বিজিবি। এ ব্যাপারে বিজিবির পক্ষে একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আইনে পাচার মামলা করা হবে বলে জানান বিজিবি ক্যাম্প কমান্ডার আফজাল হোসেন।
সীমান্তের রঘুনাথপুর গ্রামে ভারত থেকে বেশ কয়েকমাস যাবত বিপুল পরিমান মাদকের চালান মজুদ করা হচ্ছে জানতে পারে বিজিবি। এর সুত্র ধরেই অভিযান চালান তারা।