খােলা বাজার২৪, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭: ৬৮ শতাংশ তৈরি পোশাক কারখানায় সংস্কার কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কাস সেফটি। এ ছাড়া এখন পর্যন্ত ১২৮টি কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক তৈরি পোশাক ক্রেতাদের এ জোটটি।
রাজধানীর লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যালায়েন্সের কান্ট্রি ডিরেক্টর জেমস মরিয়ার্টি। তিনি জানান, ২০১৩ সালের পর থেকে এখন পর্যন্ত অ্যালায়েন্সভুক্ত কারখানাগুলোর ৬৮ শতাংশ সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
৬০টি কারখানা তাদের সংশোধনী কর্ম পরিকল্পনার অধিকাংশ কাজ সম্পন্ন করেছে। অন্যদিকে এ যাবত ১২৮টি কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক তৈরি পোশাক ক্রেতাদের এ জোটটি। জেমস মরিয়ার্টি বলেন, সংস্কার হওয়া কারখানার মধ্যে রয়েছে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ এবং ‘বেশি অগ্রাধিকার’ মেরামত কাজ। যেমন কলামের স্ট্রাকচারাল রেট্রোফিটিং এবং ফায়ারডোর স্থাপন।
২০১৮ সালের জুলাইয়ের মধ্যে সকল অ্যালায়েন্স কারখানায় ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ এবং ‘বেশি অগ্রাধিকার’ সংস্কার কাজ সম্পন্ন করার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যালায়েন্স এ পর্যন্ত ৯৪৭টি কারখানার ১.৩ মিলিয়ন শ্রমিককে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া আনুমানিক ১ লাখ শ্রমিক প্রাথমিক অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণে পুনরায় প্রশিক্ষিত হয়েছে।