Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭:  মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের জনমানবহীন, অনুন্নত ঠেঙ্গারচরে পাঠানোর পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
নিউ ইয়র্ক থেকে ৮ই ফেব্র“য়ারি ইস্যু করা এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ওইসব শরণার্থীকে কক্সবাজার থেকে ঠেঙ্গারচরে স্থানান্তর করা হলে তাতে মুক্তভাবে চলাচল, জীবন জীবিক, খাদ্য ও শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত হবে। এটা করা হলে আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি বাংলাদেশের বাধ্যবাধকতার লঙ্ঘন হবে।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ১৯৯০-এর দশক থেকে মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে ৩ থেকে ৫ লাখ রোহিঙ্গা মুসলিম শরণার্থী পালিয়ে বাংলাদেশে ঠাঁই নিয়েছেন। তাদের বেশির ভাগই নিবন্ধিত নন।