খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭ :জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মাননীয় চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ দলীয় গঠনতন্ত্রের ৭ নংঅনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহি কমিটির দুই জন সাংগঠনিক সম্পাদককে মনোনয়ন দিয়েছেন। মনোনীত দুই সাংগঠনিক সম্পাদক হলেন কক্সবাজারের বিশিষ্ট আইনজীবি জনাব কায়সারুল ইসলাম ও চট্টগ্রামের খোকন চৌধুরী।
এছাড়া টেলিভিশনের স্বনামধন্য ও জনপ্রিয় অভিনেত্রী জনাবতাজিন আহমেদকে বিভাগীয় সম্পাদক (সংস্কৃতিবিষয়ক), বেস্টওয়ে গ্রুপের প্রধান নির্বাহি জনাব পারভেজ খানকে যুগ্ম বিভাগীয় সম্পাদক ও খুলনার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান কমার্শিয়াল পাইলট জনাব শেখ সালমান হক রাফায়েলকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
এনডিএম চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজের এই মনোনয়ন ৯ ফেব্রুয়ারি ২০১৭ ইংরেজি বৃহস্পতিবার থেকেই কার্যকরহবে।