খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. শামীম আহমেদের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আহত ওই প্রধান শিক্ষক বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।
এদিকে ঘটনার প্রতিবাদে এবং ওই শিক্ষা অফিসারের বিচারের দাবিতে উপজেলা প্রাঙ্গণে ব্রাহ্মণগাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ বিদ্যালয় চলাকালীন বালীগাঁও মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাউছার মিয়ার ক্লাস বন্ধ করে তাকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান। এ সময় শিক্ষা অফিসার প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে বিভিন্ন তথ্য দিতে বলেন। কিন্তু তথ্য দিতে দেরি হওয়ায় শিক্ষা অফিসার রেগে গিয়ে টেবিলে থাকা স্ট্যাপলার দিয়ে প্রধান শিক্ষকের মাথায় আঘাত করেন। এতে প্রধান শিক্ষকের মাথা ফেটে যায়। অবস্থা বেগতিক দেখে ওই শিক্ষা অফিসার দ্রুত এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয়রা ওই প্রধান শিক্ষককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ তথ্যের সত্যতা অস্বীকার করে বলেন, ‘পরিদর্শনে স্কুল ছুটির আগেই বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাওয়া যায়নি। আর তিনদিনের মধ্যে এর যথাযথ কারণ দর্শানোর কথা বলা হলে ওই শিক্ষক আমার উপর চড়াও হন।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, ‘অভিযোগের কপি পেয়েছি। সেটি ডিসি স্যারের বরাবর পাঠানো হয়েছে।’