খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭: নোয়াখালী : নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং সমাবেশে যোগ দেওয়ায় হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোঃ আলীর লোকজনের হামলার শিকার হয়েছেন স্থানীয় কমিউনিটি পুলিশ মোঃ বেলাল উদ্দিন ও তার পরিবার।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নিঝুমদ্বীপ ইউনিয়নে কমিউনিটি পুলিশ মোঃ বেলাল উদ্দিদের বাড়ীতে এই হামলার ঘঠনা ঘটে। হামলায় বেলাল সহ ৪ জন আহত হয়েছেন।
আহতরা হলেন কমিউনিটি পুলিশ মোঃ বেলাল উদ্দিদ (৩৮), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৫), বেলাল উদ্দিনের শ্বশুর খোরশেদ আলম (৭০) ও স্বপ্নার ভগ্নিপতি আবুল হোসেন (৪০)।
আহতদের মধ্যে আবুল হোসেনকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাকিরা নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত বেলাল উদ্দিন জানান, নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মেহরাজ আমাকে কমিউনিটি পুলিশের দায়িত্ব দেওয়ার পর থেকে বিরোধীতা করে আসছে সাবেক সংসদ সদস্য মোঃ আলীর লোকজন। তারা বার বার আমাকে মেরে ফেলারও হুমকি দিয়েছে।
এর জের ধরে গত ৪ ফ্রেব্রুয়ারি জেলা শহরের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুষ্ঠান পুলিশ সমাবেশে যেতে আমাকে বাঁধা দেয় স্থানীয় সংসদ সদস্যর কর্মী ও নিঝুমদ্বীপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মেহরাজ এবং ৮ নং ওয়ার্ডের মেম্বার খবির। কিন্তু বাধা অতিক্রম করে নিঝুমদ্বীপের চেয়ারম্যান মেহরাজের সহযোগীতায় আমি পুলিশিং সমাবেশে গিয়েছিলাম।
পুলিশিং সমাবেশে যোগ দেওয়ার অপরাধে বুধবার বিকালে মেহেরাজ ও খবিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার বাড়ীতে হামলা করে আমার পরিবারকে আহত করে। সন্ত্রাসীরা আমার স্ত্রীর সারা শরীরে ধারালো ব্লেড দিয়ে জখম করে, সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেহরাজ বলেন, এই ধরনের অত্যাচার খবির এবং মেহরাজ মেম্বাররা সাবেক এমপি মোঃ আলীর নির্দেশে অনেকের উপরে করেছে। থানায় মামলা করলে অত্যাচার আরো বেশী করবে বলে হুমকি দিচ্ছে। তাই অনেকে ভয়ে থানায় মামলা করেন না।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করি এবং চিকিৎসার তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। শীঘ্রই দোষীদের আইনের আওতায় আনা হবে।