Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭: রংপুর: শব্দ দূষণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় রংপুর নগরীর বিয়াম ল্যারেটরিজ স্কুল ও কলেজে এক কর্মশালা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইচ উল আলম মন্ডল, পরিচালক এ,কে, এম মাসুদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়সিন্ধু তালুকদার,ও অধ্যক্ষ আহসান হাবীব । সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাহাত আনোয়ার । কর্মশালায় শব্দ দূষণ বিষয়ে ছাত্রছাত্রীদের কয়েকটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পরে, তাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয় । কর্মশালা শেষে একটি শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
পরে দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শব্দ দূষণ বিষয়ে আরোও একটি কর্মশালা অনুষ্ঠিত হয় । এতে অংশ নেন সরকারী কর্মকর্তা. চিকিৎক, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী ।