Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

jamalpurখােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭:  জামালপুর : জামালপুরের ইসলামপুর উপজেলার পোড়ারচর গ্রামের আব্দুল করিম নামের পলাতক এক আসামি মারা গেছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকালে ওই গ্রামের রাস্তা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর গ্রামের থিরু হাজির ছেলে আব্দুল করিম (৪০) তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বুধবার রাতে নিজ গ্রামের রাস্তায় তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী রাস্তায় লাশ দেখে পুলিশ ও মৃতের স্বজনদের খবর দিলে মৃতের পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীন-ই-আলম জানান, আব্দুল করিম নামের পলাতক আসামির বিরুদ্ধে ধর্ষণসহ বেশ কয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল।