Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Lalmonirhatখােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭: লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাল্যবিয়ের আয়োজনে বরকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন মিয়া এ রায়দেন। বর আছিয়ার রহমান (৫০) কালীগঞ্জ উপজেলার মুশরত মদাতী গ্রামের।
পুলিশ সূত্রে জানাযায় , কালীগঞ্জ উপজেলার মুশরত মদাতী গ্রামে ১৪ বছরের এক স্কুলছাত্রীর সঙ্গে একই গ্রামের আছিয়ার রহমানের বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুরে অভিযান চালিয়ে বর আছিয়ার রহমানকে আটক করে।
পরে বিকেলে বরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক বাল্যবিয়ে আইনে আছিয়ার রহমানকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান এবং এক হাজার টাকা জরিমানা করেন। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন এনবিএসকে জানান, আছিয়ার রহমানকে লালমনিরহাটে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।