খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা পুনর্বহাল করার দাবি নাকচ করে দিয়েছে মার্কিন আদালত।খবর বিবিসির।
ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞাকে স্থগিত করে গত সপ্তাহে আগে যে রায় দিয়েছিল সিয়াটলের একটি আদালত, সেই রায়ই এবারও সর্বসম্মতিক্রমে বহাল রেখেছেন আপিল আদালতের তিন বিচারকের একটি প্যানেল।
নবম মার্কিন সার্কিট আপিল আদালতের তিন বিচারকের যৌথ বেঞ্চ তার রুলিংয়ে বলেন, সরকার এমন কোন প্রমান দাঁড় করাতে পারেনি যে ওই ৭ মুসলিম দেশের নাগরিকরা কোন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।
এ কারণেই ওই আপিল আদালক নিম্ন আদালতে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে দেয়া রায়ই বহাল রাখে। একই সঙ্গে অভিবাসী নীতি নিয়ে ট্রাম্পের একক সিদ্ধান্তের বিষয়টিও নাকচ করে দেয়।
আদালতের এ রায়ে টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে ট্রাম্প বলেছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোন আপশ নয়। প্রয়োজনে আবারও আইনী লড়াই চলবে।