Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে টুলু মিয়া (৫০) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
এ সময় বিএসএফের গুলিতে সিফাত (৩৫) নামে আরও এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোরে রৌমারী সীমান্তের ধর্মপুরে এ ঘটনা ঘটে।
দাঁতভাঙাগা ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম জানান, ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশী ব্যবসায়ীরা সাত কড়াবাড়ি সীমান্তের ১০৫৫ ও ১০৫৬ নম্বর আন্তর্জাতিক পিলারের মাঝামাঝি স্থানে পৌঁছলে ভারতের গোধূলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান কাউয়ারচর এলাকার টুলু মিয়া। আর গুলিবিদ্ধ সিফাতকে উদ্ধার করে অপর সহযোগীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।