Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : তুষার ঝড়ের কবলে নিউইয়র্ক অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। ৩০ থেকে ৩৫ মাইল বেগে প্রবাহিত তুষার ঝড়ে লন্ডভন্ড কানেকটিকাট, নিউজার্সি আর নিউইয়র্কের জনজীবন। এসব এলাকার ৩ লক্ষাধিক বাংলাদেশীসহ ১৮ লাখের অধিক আমেরিকান বাস করেন।
জাতীয় আবহাওয়া দফতরের বুলেটিনে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শুরু এই প্রাকৃতিক দুর্যোগে ঘণ্টায় প্রায় দুই ইঞ্চি করে বরফ জমছে এসব এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে কর্তৃপক্ষ। নিউইয়র্ক সিটি, নর্দার্ন নিউজার্সি, হাডসন ভ্যালি, কানেকটিকাটের উপকূলিয় অঞ্চল এবং লং আইল্যান্ডে শৈতকালিন এই ঝড় হামলে পড়েছে।

নিউইয়র্ক সিটি এবং আশপাশের সকল পাবলিক স্কুলে ছুটি ঘোষণার পাশাাশি লোকজনকে বিশেষ প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে না যাবার পরামর্শ দিয়েছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সোয়া ৮টায় এ সংবাদ লেখা পর্যন্ত জেএফকে এয়ারপোর্টে ৫০৮, লাগোয়ার্ডিয়া এয়ারপোর্টে ৫৭২ এবং নিউইয়ার্কে লিবার্টি এয়ারপোর্টে ৬০৭টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। সড়ক ও মহাসড়কে যানবাহন নেই বললেই চলে। বাস, রেল চলাচলেও স্থবিরতা এসেছে।
নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজোনপার্ক, চার্চ-ম্যাকডোনাল্ড, পার্কচেস্টার, স্টার্লিং এভিনিউ, ওয়েস্টচেস্টার, নিউজার্সিও প্যাটারসনে বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রায় সবগুলোতেই তালা ঝুলছে। রেস্টুরেন্টগুলো খোলা থাকলেও গ্রাহক নেই বললেই চলে। এসব এলাকায় ১২ ইঞ্চি পর্যন্ত বরফ জমতে পারে বলে আবহাওয়া দফতর উল্লেখ করেছে।