Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
মধ্যপ্রাচ্য এবং তেলসমৃদ্ধ অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে দেশটির ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প প্রশাসন বলছে, ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড সৈন্যদের মধ্যপ্রাচ্যে তৎপরতা বিশেষ করে সিরিয়া ও ইরাকসহ অন্যান্য রাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপের মতো বিষয় গবেষণায় উঠে আসার পরই নিষেধাজ্ঞা আরোপের চিন্তা-ভাবনা চলছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে বুধবার বার্তাসংস্থা রয়টার্স ও নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের রেভ্যুলুশনারি গার্ড ও মিশরের মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্তি করে তাদের নিষিদ্ধ করার জন্য একটি প্রস্তাবনা তৈরি করেছে।
এ প্রস্তাবনার পরিপ্রেক্ষিতেই হোয়াইট হাউজ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে শক্ত সমর্থন দেয়। তবে পরিকল্পনা চূড়ান্তের আগে সেটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়েছে।
ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তা মনে করেন, মধ্যপ্রাচ্যে যেসব ছায়াযুদ্ধ চলছে, তা মূলত ইরানের রেভ্যুলুশনারি গার্ডের ইন্ধনে।
মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা ইরানসহ বিভিন্ন দেশ ও সংগঠনের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবনা তৈরির সঙ্গে জড়িত।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন তেহরানকে দেশটির জন্য হুমকি মনে করে। আর তেহরানের ইন্ধনে চলা লেবাননের ইসলামী সংগঠন হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি ও ইরাকের বিভিন্ন শিয়া সংগঠনই হবে ট্রাম্প প্রশাসনের পরবর্তী লক্ষ্য।